March 24, 2025, 3:29 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য সভায় বক্তব্য দেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। পৌরসভা চত্বওে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সাত্তার খান, আছিয়া খাতুন, মনিরা খানম প্রমূখ।
কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল হালিম (৪৮) সহ দুই মাদক ব্যবসায়ী হারুন অর রশিদ (২৮) ও রিপন কুমার দাসকে (২৫) গ্রেফতার করেছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন,বুধবার রাতে পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার সাতাইশকাটি গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল হালিম শেখকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে উপজেলার মজিদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী হারুন অর রশিদকে ১৩০ গ্রাম গাঁজা ও সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শার্শা গ্রামের রিপন কুমার দাসকে ১১০ গ্রাম গাজাঁসহ সাগরদাঁড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেশবপুর থানায় পৃথক ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তারা পুলিশের তালিকাভূক্ত। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেশবপুরে চা বিক্রেতা মজিদের আত্মহত্যা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুরের পাঁজিয়া বাজারের চা বিক্রেতা আবদুল মজিদ আত্মহত্যা করেছে। বুধবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার মনোহরনগর গ্রামের আবদুল মজিদ (৫৫) পারিবারিক কলহের জের ধরে বাড়ীর পাশে একটি গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে লোকজন ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তিনি পাঁজিয়া বাজারে দীর্ঘদিন ধরে চা বিক্রি করতেন।কেশবপুর থানার উপপরিদর্শক ফকির তাইজুল ইসলাম বৃহস্পতিবার সকালে খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃত্যুর সঠিক কারন নির্ণয়ের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর