পটুয়াখালী প্রতিনিধিঃ
সরকারী কোষাগার থেকে বেতন ভাতার দাবীতে পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে মুখ থুবরে পরেছে কুয়াকাটা পৌর সভার কার্যক্রম। নাগরকি সেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌরবাসী। সারা দেশের পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে কুয়াকাটা পৌর সভার কর্মকর্তা কর্মচারীরাও এ আন্দোলনে যুক্ত হয়েছেন। মাসব্যাপী এ আন্দোলনের কারনে পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের অনিয়মিত উপস্থিতি নাগরিক জীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। জন্ম নিবন্ধন,জাতীয় পরিচয় পত্রসহ অন্যান্য সেবা পেতে পৌর সভায় গেলে কাঙ্খিত সেবা পাচ্ছে না নাগরিকরা। যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তুপ। এসব ময়লা আবর্জনা অপসারণ না করার ফলে দূর্গন্ধ ছড়িয়ে পরছে। নগরবাসীর প্রশ্ন আর কত দিন এমন ভোগান্তি পোহাতে হবে তাদের।কুয়াকাটা পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা আহসানুল হক কবির বলেন, সারা দেশেই পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে ঢাকা অভিমুখে আন্দোলনে রয়েছে। তাদের সাথে তারাও একাত্মতা ঘোষণা করেছে। তাই পৌর নাগরিকদের কাঙ্খিত সেবা দিতে পারছেন না তারা।সহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও তারা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা পাচ্ছেন না। পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্যমূূলক আচরণ করা হচ্ছে। সরকার যতদিনে তাদের এ দাবী পুরণ করবেন না ততদিন এ আন্দোলন চলবে।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল