বিল্লাল হুসাইন, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের শার্শা উপজেলার গোগা কালিয়ানী মশিয়ার হাজির ঘেরের পাশে খড়ের মাঠ এলাকায় ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ হয়েছে। তাকে খুচিয়ে খুচিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের ধারনা। তার শরীরে ১৪ টি খোচানোর চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।গত ৩১শে জুলাই বুধবার সকাল ৮টায় দিকে গোগা কালিয়ানি খড়ের মাঠ এলাকা থেকে পুলিশ অজ্ঞাত ঐ যুবকের লাশটি উদ্ধার করেন। বুধবার সকালে মশিয়ার হাজীর ঘেরের পাশে খড়ের মাঠ নামক স্থানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে মর্গে পাঠায়।বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক এস আই আব্দুর রহিম সাংবাদিকদের জানান তারা লোক মুখে শুনতে পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। তবে লাশের গায়ে ১৪ টি ধারালো অস্ত্রদিয়ে খোচানোর চিহ্ন রয়েছে বলে তিনি জানান ।ধারনা করা হচ্ছে আভ্যান্তরীন দন্ধের কারনে তাকে অপহরন করে এনে দুর্বিত্তরা খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে। তবে নিহতের নাম পরিচয় ও খুনের রহস্য পুলিশ এখনো জানতে পারেনি।
প্রাইভেট ডিটেকটিভ/০২ আগস্ট ২০১৯/ইকবাল