ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত বুধবার থেকে ডেঙ্গু শনাক্তকরণের কাজ শুরু হয়েছে। এরমধ্যে ১৬৮ জন শিক্ষার্থীকে পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. সারওয়ার জাহান মুক্তাফী এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের (বিএসিবি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ‘ডেঙ্গু জ¦র নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’ চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেডিকেল সেন্টার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. সারওয়ার জাহান মুক্তাফী বলেন, আমাদের কাজ গত বুধবার থেকে শুরু হয়েছে। ১৬৮ জন শিক্ষার্থী ডেঙ্গু পরীক্ষা করেছেন। এরমধ্যে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। আজকেও শিক্ষার্থীদের পরীক্ষাকরণের কাজ চলছে। তবে, আজকের রিপোর্ট এখনও বের হয়নি। বের হলে তা জানা যাবে।