March 21, 2025, 6:50 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

বিগ বাজেটের সিনেমা ‘হাউজফুল ৪’

বিগ বাজেটের সিনেমা ‘হাউজফুল ৪’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউডের বক্স অফিসে সবচেয়ে বড় বাজেটের কমেডি সিনেমা হতে যাচ্ছে ‘হাউজফুল ৪’। বহু তারকাখচিত এই সিনেমার ব্যয় ছাড়িয়ে গেছে আর সব কমেডি সিনেমার বাজেট।

সাধারণত, ভিজুয়াল ইফেক্টসের ব্যবহার কম থাকায় অ্যাকশন সিনেমাগুলোর মতো কমেডি সিনেমার বাজেট খুব বেশি হয় না। তবে বেশ কিছু কারণে খরচ বেড়েছে ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির এই কিস্তিতে।

এর আগে ‘গোলমাল এগেইন’ ও ‘টোটাল ধামাল’ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে পকেট উগড়ে টাকা বিনিয়োগ করেছেন।

একঝাঁক বলিউড তারকা এই সিনেমাকে জমজমাট করবেন। এদের মধ্যে রয়েছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতী স্যানন ও কৃতী খারবান্দা, পূজা হেগড়ে, রানা দগ্গুবতি, আমান্দা রোসারিও, বোমান ইরানি ও নওয়াজুদ্দিন সিদ্দিকি।

ইতোমধ্যে সিনেমাটির পরিচালক পরিবর্তন করা হয়েছে। ‘মিটু’ বিতর্কের কারণে সাজিদ খানকে সরিয়ে ফরহাদ সামজিকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে উভয়কেই প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। নানা পাটেকরকেও একই কারণে তার টাকা বুঝিয়ে দিয়ে সিনেমা থেকে বিদায় জানানো হয়েছে। ফলে বেশ কিছু অতিরিক্ত খরচ হয়ে গেছে।

‘হাউজফুল ৪’ সিনেমায় দু’জন সিনেমাটোগ্রাফার কাজ করছেন। এদের একজন ষোড়শ শতকের দৃশ্যায়ন করছেন, অপরজন একবিংশ শতকের। সঙ্গীত পরিচালনা করছেন মোট সাতজন। আর শুটিংও করা হচ্ছে অনেকগুলো স্থানে। সব মিলিয়ে খরচ বেড়েছে সিনেমার।

সর্বাধিক বাজেটের কমেডি সিনেমা ‘হাউজফুল ৪’ চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর