March 24, 2025, 3:25 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

একসঙ্গে এবারই প্রথম নূর-তারিন

একসঙ্গে এবারই প্রথম নূর-তারিন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর অভিনয়ের মাঠ ছেড়ে রাজনীতির মাঠেই এখন বেশি ব্যস্ত । একান্ত অনুরোধেই মাঝে মাঝে কেবল তাকে অভিনয়ে দেখা যায়। সেই ধারাবাহিকতায় দীর্ঘ প্রায় দেড় বছরেরও বেশি সময় পর নতুন একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। ঈদের জন্য নির্মিতব্য এই টেলিফিল্মের নাম ‘জলছবি’। প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডির প্রযোজনায় নাটকটি পরিচালনা করছেন হাসান রেজাউল। নাটকে আসাদুজ্জামানের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তারিন। আর এই নাটকের মাধ্যমে জীবনের প্রথমবার নূরের সঙ্গে কাজ করছেন। গত মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে প্রথমদিনের শুটিং শেষ হয়েছে। টেলিফিল্মটির গল্প রচনা করেছেন শুভাশীষ সিনহা। এতে আসাদুজ্জামান নূরকে একজন কবি চরিত্রে এবং তারিনকে তার সহকারী চরিত্রে অভিনয়ে দেখা যাবে। আগামি ৯ আগস্ট টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হবে। পরিচালক জানান, আগামি ঈদে টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হবে। টেলিফিল্মটি নিয়ে আপাতত কিছু বলতে আগ্রহী নন আসাদুজ্জামান নূর।

তবে আসাদুজ্জামান নূর কিছু না বললেও তার সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে তারিন বলেন, মঙ্গলবার ছিল আমার অভিনয় জীবনের একটি স্বপ্ন পূরণের দিন। আমার অভিনয় জীবনের চলার পথে অনেক প্রখ্যাত, বিখ্যাত, গুণী শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর আঙ্কেল’র সঙ্গে অভিনয় করার সৌভাগ্য হয়নি আমার কখনোই। বিগত দিনে তার সঙ্গে কাজ করার মতো এমন কোনো স্ক্রিপ্টও আসেনি আমার কাছে। আমার প্রযোজিত একটি নাটকে নূর আঙ্কেল অভিনয় করেছিলেন। কিন্তু তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়নি আমার। কিন্তু অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো। স্বাভাবিকভাবেই ভীষণ ভালোলাগা কাজ করেছে। তার সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা চমৎকার। কিছু বিষয়ে নতুন করে জানলাম, যা আমার আগামি দিনের চলার পথে কাজে লাগবে। ধন্যবাদ পরিচালক হাসান রেজাউলকে। এর আগে তার পরিচালনায় আমি ল্যাবরেটরি নামের একটি নাটকে অভিনয় করেছিলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর