March 24, 2025, 3:50 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

ফেনীতে ৬ সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

ফেনীর প্রত্যাহারকৃত এসপি জাহাঙ্গীরের সরকারী বিধি লংঘনের ঘটনায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে ৬ সাংবাদিকের বিরুদ্ধের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রেসক্লাব। পাশাপাশি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে অবৈধ বালুরঘাট বন্ধে হাইকোর্টের নির্দেশ কার্যকর করায় রাজশাহী জেলা প্রশাসককে অভিনন্দন ও রাজশাহী নগরীর পরিবেশ রক্ষাসহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ভয়াবহ ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে বাঁচানোর দাবি জানানো হয়। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় প্রেসক্লাব চত্বরে এসব কর্মসূচি পালিত হয়েছে।রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য প্রশান্ত কুমার সাহা, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নদী বাচাঁও আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, দৈনিক উপাচার সম্পাদক ড. আবু ইউসুফ সেলিম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও জাতীয় পার্টি মহানগর শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মেট্রোপলিট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, রাজশাহী প্রেসক্লাবের সহযোগী সদস্য কাজী রকিবউদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য সাংস্কৃতি ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম বকুল, জেলা তাতীঁ লীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুল হক দুখু, জিরোপয়েন্ট ফুটপাত ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/০১ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর