পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগী ভর্তি হয়েছে। ভর্তি কৃত রোগীর নাম কিরন শিকদার (৩০)। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের কুতুবের চর গ্রামের জগদিস চন্দ্র শিকদারের ছেলে। ঢাকার একটি মার্কেটে সিকিউরিটির কাজ করে। গত গত ২৯ জুলাই তার ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু ঢাকার চিকিৎসা ব্যায় বহুল হওয়ায় বুধবার (৩১ জুলাই) দুপুরে কলাপাড়া হাসপাতলে ভর্তি হয়। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেনিন জানান, কলাপাড়া হাসপাতালে এই প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, তাই তার জন্য বিশেষ বোর্ডের ব্যবস্থা করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/০১ আগস্ট ২০১৯/ইকবাল