রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল ৩১ জুলাই ২০১৯ইং বুধবার দুপুর ১.৫০ ঘটিকায় রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার লিলিহল বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী মোঃ নাজমুল ইসলাম (২৬) পিং- মোঃ নাজিমউদ্দীন সাং-আলগিঞ্জ উত্তর পাড়া ,থানা- রাজপাড়া, জেলাঃ রাজশাহী মহানগর এর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত (১) ১টি বিদেশী পিস্তল (২) ২টি মগ্যাজিন (৩) ৪রাউন্ড গুলি (ঘ) ১মোবাইল (৪) ২সীম আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মহানগর কাশিয়াডাঙ্গা থানার মামলা নং ৮৮/১৯ তাং ৩১/০৭/১৯ ইং ধারাঃ অৎসং অপঃ, ১৮৭৮ (সংশোধন ২০০২) ১৯অ/১৯(ঋ) ধারার মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সন্ত্রাসীকে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানার লিলিহল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা তাকে বিশেষ অভিযানের মাধ্যমে ১টি বিদেশী পিস্তল, ২টি মগ্যাজিন, ৪রাউন্ড গুলি, ও একটি পূনাঙ্গ মোবাইল সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা দেশ ও জাতির কল্যানে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নিমূলে কঠোর ভূমিকা পালন করছি এবং করে যাব ।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল