March 21, 2025, 7:13 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি: ৬ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি: ৬ হাসপাতাল-ক্লিনিককে জরিমানা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ডেঙ্গুজ¦র নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ার অপরাধে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল, ল্যাব সায়েন্স, ধানমন্ডি ক্লিনিক, বাঁধন হাসপাতাল, আল আরাফাত ও গ্রিন লাইফ হাসপাতালকে জরিমানা করা হয়েছে। এছাড়া মিটফোর্ড তামিম সার্জিক্যাল ফার্মেসি, ইছামতি ফার্মেসি ও রাতুল ফার্মেসিকে পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকার অপরাধেও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ও কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে শুনানির ভিত্তিতে এসব জরিমানা করা হয়। বিষয়টি জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন ও মো. আবদুল জব্বার মন্ডল অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুজ¦র নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় যে মূল্য নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে মিটফোর্ড এলাকায় বিভিন্ন হাসপাতালে তদারকি করা হয়। এসময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত রাখায় বাঁধন হাসপাতাল ও আল আরাফাত হাসপাতালকে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তামিম সার্জিক্যাল ফার্মেসি, ইছামতি ফার্মেসি ও রাতুল ফার্মেসিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে গত মঙ্গলবার অভিযান চালিয়ে ডেঙ্গুজ¦রের টেস্টে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে কয়েকটি হাসপাতালকে তলব করে প্রতিষ্ঠানটি। এরপর গতকাল বুধবার কারওয়ান বাজারের কার্যালয়ে শুনানি হয়। শুনানির ভিত্তিতে সেন্ট্রাল হাসপাতাল, ল্যাব সায়েন্স, ধানমন্ডি ক্লিনিক এবং গ্রিন লাইফ হাসপাতালকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে ল্যাবএইড ও ইবনে সিনা হাসপাতালকে যথাক্রমে ৫০ হাজার ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর