রংপুর ব্যুরোঃ
রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের চাপাবাজি প্রচার। একদিকে রংপুর সিটি কর্পোরেশনে মাইকিং চলছে ডেঙ্গু মশা থেকে সাবধান আপনার বাড়ী ঘড়, উঠান পরিস্কার রাখুন। অপর দিকে শ্যামাসুন্দরী খালে দূষিত পানিতে কচুরিপনা আর ময়লা আর্বজনায় ভরে আছে দীর্ঘদিন থেকে।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল