শাহাদত হোসেন,বিভাগীয় প্রধান চট্টগ্রামঃ
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ (সদর-রামু)
আসনের পল্লীবন্ধু যার সংস্পর্শে এলেই মনের বেদনা দূর হয়ে যায়। যাকে মানুষ দুর্দিনে কাছে পায়। যেন এক শীতল পাথর । সারাক্ষণ হাসি মুখ উজ্জ্বল এক নক্ষত্র। যার কাছে নেই ধনী গরীবের ভেদাভেদ।যিনি প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ স্থানে সুযোগ পেলেই মনের আবেগে বলে ওঠে আমার কক্সবাজার বাসীর এখানে সমস্যা, ওখানে সমস্যা সকল সমস্যা সমাধানের জন্য প্রতিটি মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে যাচ্ছেন। তাঁর প্রতিটি প্রাণের দাবির কারণে কক্সবাজার হতে চলেছে বিশ্বের শ্রেষ্ঠতম সৌন্দর্যময় স্থান। বিশ্বের শ্রেষ্ঠতম সমুদ্র সৈকত যার পাশে রয়েছে সৌন্দর্য বর্ধন পাহাড়। পাহাড় আর সাগরের মিলে যেন একটি বাগান।প্রকৃতির দান মূল্যবান সম্পদ কলাতলীর সৌন্দর্য বর্ধন সাগরের পাশের পাহাড় গুলো ভূমি দস্যুরা পাহাড় কেটে দখল করে নিচ্ছে। ভূমিদস্যুদের কারণে হারাতে বসেছে প্রকৃতির সৌন্দর্য। এই পাহাড় কে বাঁচাতে হলে দৃষ্টিনন্দন সাগর মুখী পর্যটন আকর্ষণীয় রাস্তা তৈরি করে পাহাড়ে ওঠার ব্যবস্থা করলে বেঁচে যাবে প্রকৃতির দান পাহাড়।উন্নত বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই তাদের অভিনব কৌশলে পর্যটন আকর্ষণীয় দৃষ্টিনন্দন পাহাড়ে ওঠার রাস্তা। কক্সবাজারবাসী মনে করেন, এই মহৎ কাজ একমাত্র সম্ভব , যিনি প্রতিটি মুহূর্তে কক্সবাজারের জন্য কাঁদে তিনি হলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তার সুদৃষ্টিতে হতে পারে এই মহৎ কাজটি। তাই মাননীয় সংসদ সদস্য কাছে এলাকাবাসীর আকুল আবেদন ,এই মহৎ কাজ যেন তিনি প্রধানমন্ত্রী কাছে প্রস্তাব রাখেন।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে কক্সবাজার সদর ও রামু উপজেলার গ্রামীন অবকাটামো সংস্কার ও রক্ষনাবেক্ষন উন্নয়নে ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছে।৫ দিনের সফরে তিনি স্বপরিবারে আজ ১ আগষ্ট (বৃহষ্পতিবার) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান যোগে ভারতের উপ-মহাদেশের প্রখ্যাত সুফী সাধক খাজা মইনুদ্দিন চিশ্তি (রহঃ) এর মাজার জিয়ারতে উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী ৫ আগষ্ট দেশের রওনা হবেন। জিয়ারতকালে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি মহান আল্লাহর দরবারে কক্সবাজার-রামুবাসির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া চাইবেন। তিনি সুস্থ ভাবে দেশে ফিরে আসার জন্য এলাকাবাসীর কাছে দোয়া চাইলেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল