আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে অপারেটরের অবহেলায় গভীর নলকুপের ঘরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম বাবুল আক্তার (৩৮) তিনি তানোর উপজেলার গাগরন্দ চকদমদমা গ্রামের চান মোহাম্মদের পুত্র। সকালে জমিতে পানি সেচ দেয়ার জন্য অপারেটরকে না পেয়ে জমিতে হাল চাষ করা অবস্থায় গভীর নলকুপ ঘরে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মৃত্যু বরন করেন।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি কৃষকসহ এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তানোর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়ে চলে আসেন।পরে বিকেল ৫টায় নামাজে জানাজা শেষে গাগরন্দ গ্রামস্থ তার পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের চান্দুড়িয়া ইউপি’র জে-এল নং ১১১, গাগরন্দ মৌজার গভীর নলকুপটির অপারেটর গাগরন্দ গ্রামের মৃত সাদেক আলীর পুত্র আইয়ুব আলী নিজে সুইজ অন-অপ করেন না এবং ঠিকমত গভীর নলকুপেও থাকেন না। ফলে কৃষকরা বাধ্য হয়েই জমিতে সেচ দেয়ার জন্য সুইজ অন-অপ করতে গেলে দীর্ঘদিন ধরেই প্রায় বিদ্যুৎ স্বর্ট লাগা ঘটনা ঘটে আসছিলো। কিন্তু অপারেটরকে জানিয়েও কোন ব্যবস্থা বা মেরামতের কোন উদ্যোাগ নেননি।এরই ধারাবাহিকতায় ওই কৃষক জমি সেচ দেয়ার জন্য হাল চাষ করা অবস্থায় গভীর নলকুপ ঘরে গেলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে ঘরেই মৃত অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য কৃষকরা ওই ঘরে গিয়ে তার লাশ দেখে তার পরিবার ও থানা পুলিশে খবর দেন।এব্যাপারে গভীর নলকুপটির অপারেটর গাগরন্দ গ্রামের মৃত সাদেক আলীর পুত্র আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি না হয়ে এড়িয়ে যান। ঘটনার তদন্তকারী কারী কর্মকর্তা তানোর থানার এসআই আব্দুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমথি দেয়া হয়েছে।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, বিদ্যুতের তারে স্বর্ট লেগেই মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি বলেন থানায় কেউ কোন অভিযোগ না করায় থানা পুলিশের কিছু করার নাই। তিনি আরো বলেন বিদ্যুতের স্বর্ট লেগে মৃত্যু, সাপের কামড়ে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যুর বিষয়গুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানরা তাদের নিজ জিম্মায় দাফনের অনুমতি দিতে পারেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল