March 21, 2025, 6:35 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

বগুড়ায় বিকাশ প্রতারণা চক্রের এক প্রতারক গ্রেফতার

শামীম হোসাইন, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য সুমন প্রামানিক কে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যার পর জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন শিবগঞ্জ উপজেলার উত্তর ছাতরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সুমন মাঠ পর্যায়ের প্রতারণা চক্রের সদস্য বলে জানিয়েছেন পুলিশ । গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ও গোপনে তোলা ছবি উদ্ধার করা হয়।বগুড়া ডিবি পুলিশের ওসি আছলাম আলী জানান, বেশ কিছু দিন ধরে একটি প্রতারক চক্র জেলা পরিষদের সামনে বিকাশের দোকানগুলোতে বিকাশের রেজিস্টার খাতা গোপনে মোবাইলের হিডেন ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিচ্ছিলো এমন অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পর জেলা পরিষদের সামনে ডিবি পুলিশের দল অবস্থান করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে সুমন পালানোর চেষ্টা করলে তাকে তখনি গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, গ্রেফতারের পর সুমন  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়,  বিভিন্ন সময়ে বিকাশ এজেন্ট এর দোকান থেকে রেজিস্টার খাতার  ছবি তুলে ইমুর মাধ্যমে সেলিম নামের এক ব্যক্তিকে পাঠাতো  । তারপর সেলিম বিকাশের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের মোবাইল ফোনে দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর