আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের অবস্থিত মৌমিতা কম্পিউটার সেন্টার সীলগালা করা হয়েছে।জানা যায়, নকল কৃষি ভূর্তুকী কার্ড প্রস্তুত করার অভিযোগে সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসেল মিয়া, উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই- মাহমুদ গোপণ সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এতে উক্ত কম্পিউটার সেন্টারের ৪টি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বা সিস্টেম ইউনিট জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর নিকট জমাদেন। এরপর মৌমিতা কম্পিউটার সেন্টার সীলগালা করা হয়। এব্যাপারে পৃথক পৃথকভাবে মুঠোফোণে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, সহকারি কমিশনার (ভূম) রাসেল মিয়া ও উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই- মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল