March 24, 2025, 3:14 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

বাদাঘাট – ঘাগটিয়া -লাউড়েরগড় সড়কের খালভার্ড ভেঙে ঝুঁকি নিয়ে চলাচল

কামাল হোসেন, তাহিরপুর থেকে ঃ
তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের     লাউড়েরগড়, ঘাগটিয়া,
বিন্নাকুলী ও তার আশপাশ গ্রামের সাধারণের চলাচলের অন্যতম যোগাযোগ মাধ্যম বাদাঘাট-ঘাগটিয়া-লাউড়েরগড় সড়। উক্ত   লাউড়েরগড়, ঘাগটিয়া, বিন্নাকুলী ও তার আশপাশ গ্রামের সাধারণের চলাচলের অন্যতম যোগাযোগ মাধ্যম বাদাঘাট-ঘাগটিয়া-লাউড়েরগড় সড়কের খালভার্ড ভেঙে ঝুঁকি নিয়ে চলাচল করছে জনসাধারণ ও হালকা যানবাহন। বৃহত্তর সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ও এর আসপাশের প্রায় ১০/১২টি ৩টি গ্রামের লোকজনের চলাচলের অন্যতম রাস্তা হল বাদাঘাট-ঘাগটিয়া-লাউড়েরগড় সড়ক। এছাড়া এ অঞ্চলের বাদাঘাট সরকারি কলেজ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় ও বাদাঘাট রাহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীসহ দেশের  বৃহত্তর বালি-পাথর মহল ফাজিলপুরের যাদুকাটা নদীতে বালি-পাথর উত্তোলনকারী প্রায় ২০ হাজার শ্রমিকদের  যাতায়াতের একমাত্র  মাধ্যম হিসেবে এ রাস্তাটি ব্যবহৃত হচ্ছে যুগযুগ ধরে। সম্প্রতি সড়কটিতে ঘাগটিয়া গ্রাম সংলগ্ন গরম পীরের মাজার এলাকায়   ছোট খালভার্ডের  মধ্যে  ভেঙে বিশালাকৃতির একটি গর্ত সৃষ্টি  হাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলকারী হালকা যানবাহন আর জনসাধারণকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অবস্থা এরকম যে, যেকোন সময় আকস্মিক ভাবে বড় রকমের দুর্ঘটনার কবলে পড়তে পারেন যে কেউ। বিশেষ করে, কোমলমতি শিশু, ছাত্রছাত্রী, মহিলা ও বয়স্কদের জন্য রাস্তাটি বিপদজনক হিসেবে দাড়িয়েছে। গত মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, বাদাঘাট-ঘাগটিয়া-লাউড়েরগড় সড়কের ডান দিকে ইসকন মন্দিরে যাওয়ার প্রাক্কালে তিন রাস্তার মোড়ে ছোট একটি কালভার্টের উপর গর্তটি সৃষ্টি হয়েছে। নিত্য চলাচল করা পেশাদার মোটরসাইকেল চালকেরাও রয়েছে আতংকে।পেশাদার মোটরসাইকেল চালক জাকির মিয়া, মিষ্টু মিয়া, সুন্দরপাহাড়ী গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া জানান, গর্তটি ভয়ংকর,  যেকোন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশেষ করে স্কুল, মাদ্রসা ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের সামান্য অসাবধানতবসত চলাচলে দুর্ঘটনার শিকার হবার আশংকা দেখা দিয়েছে।এ প্রতিবেদক স্থানীয় চেয়ারম্যানের সহিত মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রাস্তায় গর্ত সৃষ্টির বিষয়টি আমি আপনার মাধ্যমে অবগত হলাম, রাস্তায় এ রকম গর্ত যেকোন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারন হয়ে উঠে। সম্প্রতি ভারী বর্ষণে রাস্তার নিচের স্তর ও পাশের মাটি সরে গিয়ে এরকম গর্তের সৃষ্টি হতে পড়ে তাছাড়া দীর্ঘদিন যাবত মেরামতের অভাবও এর কারন হতে পারে। কোনরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন না ঘটে তার আগেই যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের উদ্যোগ নেয়া হবে।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর