রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহীর তানোর থানায় ৩টি পৃথক পৃথক অভিযানে ১ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ ৫মাদকসেবীকে গ্রেফতার করেছেন তানোর থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এএসআই চন্দন কুমারের নেতৃত্বিতে সঙ্গীও পুলিশ ফোর্স সহ ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ রতন আলী মন্ডল, পিতা- মোকসেদ আলী মন্ডল, গ্রাম- তানোর হঠ্যাৎপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করেন। যার মামলা নং-২৫৩সি/১৮ তানোর, যৌতুক নিরোধ আইনের ধারা-৩।অপরদিকে সোমবার ২৯শে জুলাই ২০১৯ ইং দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এসআই হামিদুল ইসলামের নেতৃত্বিতে মাদক বিরোধী অভিযান চলাকালীন উপজেলার মাদারীপুর বাজার থেকে মাদকাশক্ত অবস্থায় ১। মোঃ কেফাতুল্লা (৫৫), পিতা- মৃত: জিতু মন্ডল, গ্রাম- পারোশো দূর্গাপুর, ২। মোঃ নমির মন্ডল (৪২), পিতা- মৃত: মঞ্জিলা মন্ডল, গ্রাম- ধানোরা উভয় থানা- তানোর, জেলা- রাজশাহীকে মাদক সেবন করে এলাকার শান্তি বিনষ্ট করার অপরাধে আটক করে এবং তানোর থানায় ৩৬(১) সারনীর ২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময় একই দিনে এএসআই মকবুল হোসেনের নেতৃত্বে রাত ১১.৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে ১। মোঃ জালাল উদ্দিন (৩৫), পিতা- মৃত: তসির উদ্দিন, ২। মোঃ তোফাত মন্ডল (৫০), পিতা- মৃত: আতাব মন্ডল, উভয়ের গ্রাম হাতিনান্দা, ৩। শ্রী বিজয় চন্দ্র প্রামানিক @ হাবু (৫৩), পিতা- মৃত: নগেন্দ্রনাথ প্রামানিক, গ্রাম- নিজামপুর, সর্ব থানা- তানোর, জেলা- রাজশাহীকে এ্যালকোহল জাতীয় মদ্য পান করে এলাকার জন সাধারনের শান্তি বিনষ্ট করার অপরাধে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে তানোর থানায় ৩৬(৫) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা রজু করা হয়েছে। আসামী ৬জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তানোর থানার তদন্ত (ওসি) রাকিবুল হাসান বলেন, আমাদের তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম স্যারের দিক নির্দেশনায় ও সঠিক পরামর্শের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ৩টি অভিযানে এই ৬আসামীকে গেফতার করা হয়েছে। এদের মধ্যে যৌতুক নিরোধ আইনের ৩-ধারায় ওয়ারেন্টভুক্ত ১আসামীকে গেফতার করা হয়েছে। অপর পৃথক দুটি অভিযানে এলাকার জন-সাধারনের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে গত ৩০শে জুলাই ২০১৯ ইং মঙ্গলবার রাজশাহী আদালতে প্রেরন করা হয়েছে বলে তিনি এই প্রতিবেদকদের জানান। পাশাপাশি তিনি আরো বলেন, মাদক নির্মুলে তানোর থানার পক্ষ থেকে ইতিপূর্বেই জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী এমনকি ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউকেই ছাড় দেওয়া হবেনা, বিশেষ করে মাদকের ব্যাপারে কোন আপোষ নেই।
প্রাইভেট ডিটেকটিভ/৩১ জুলাই ২০১৯/ইকবাল