একমাত্র শেখ হাসিনার পক্ষেই নদীমাতৃক দেশ গঠন করা সম্ভব: শাজাহান খান
ডিটেকটিভ নিউজ ডেস্ক
একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই নদীমাতৃক দেশ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক নৌমন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে এক দশক’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। শাহজাহান খান বলেন, একমাত্র শেখ হাসিনার পক্ষেই নদীমাতৃক দেশ গঠন করা সম্ভব। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই দেশের উন্নয়ন করতে পারছেন। একমাত্র তার নেতৃত্বেই দেশের উন্নতি সম্ভব। আর কারো নেতৃত্বে তা সম্ভব নয়। তিনি বলেন, খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু একটি ফেরিও আনতে পারেননি। বঙ্গবন্ধু তার আমলে আটটি, জিয়াউর রহমান দুইটি ও এইচএম এরশাদ সাতটি ফেরি এনেছিলেন। আর শেখ হাসিনার আমলে ১০টি ফেরি আনা হয়েছে। দেশের নৌ পথের উন্নয়নে গত দশ বছরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর তারেক আলী ও মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি আনিসুর রহমান খান। এ ছাড়া আরও বক্তব্য রাখেন- নৌ, রেল ও সড়কপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকর আলী শুভ প্রমুখ।