রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ
মাননীয় পুলিশ সুপার ভোলা মহোদ্বয়ের নির্দেশ ক্রমে ডিবি ওসির নেতৃত্বে ২দিনে ৩৩ পিচ ইয়াবা সহ আটক করেছে। ভোলা জেলার গোয়েন্দা শাখা, এসআই (নি:)শান্তনু দেবনাথ জেলা গোয়েন্দা শাখা,গত ২৮জুলাই ২০১৯ ইং দুপুর ১৪:০৫ ঘটিকার সময় ভোলা থানাধীন চরনোয়াবাদ বাপ্তা ০৯নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যাবসায়ী মোঃ সিরাজ (২৫) কে ৫ পিচ ইয়াবা সহ আটক করে। আবার একই দিনে, এস আই (নি:) মোঃ আবু জাফর বিশ্বাস সংগীয় ফোর্স সহ রাত্র ২১:১৫ ঘটিকায় পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যাবসায়ী মোঃ হারুন (৩৫) কে ৮পিচ ইয়াবা সহ আটক করে। ২৯ শে জুলাই ২০১৯ই, ডিবি অসি শহিদুল্লার নেতৃত্যে, এস আই (নি:) শান্তনু দেবনাথ সংগীয় ফোর্স সহ রাত্র ২: ৩০ ঘটিকার সময়, পূর্ব ইলিশা ৫নং ওয়ার্ডে অভিযান করিয়া মাদক ব্যাবসায়ী , মোঃ শাহাবুদ্দিন কে ২০ পিচ ইয়াবা সহ আটক করে। আটককৃত আসামিদের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল