পৌর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা সহ বিভিন্ন দাবীতে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করায় সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে খুলনার পাইকগাছা পৌরবাসী পড়েছে চরম ভোগান্তিতে। খুলনার পাইকগাছা পৌরসভা ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১ মাস যাবত কর্মকর্তা-কর্মচারীরা কর্ম বিরতি পালন করছে। ফলে পৌরবাসী পড়েছে চরম বিপাকে। রাস্তা-ঘাট, পয়ঃপ্রণালী ময়লা আবর্জনায় স্তুপে পরিণত হয়েছে। রোড লাইনগুলো বন্ধ রাখায় রাতে অন্ধকারে সর্বসাধারণের চলাচল দুর্বিসহ হয়ে পড়েছে। ১ জুলাই থেকে মানববন্ধনের মধ্য দিয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করে। দীর্ঘদিন যাবত তাদের কার্যালয় বন্ধ রাখায় কোন দাপ্তরিক কাজ হচ্ছে না। নাগরিকদের আসা-যাওয়া ছাড়া কিছুই হচ্ছে না। এ ব্যাপারে ৯নং ওয়ার্ডের বাসিন্দা হারুন-অর-রশিদ জানান, দ্রুত সময়ের এ সমস্যার সমাধান না হলে পৌরবাসীদের পৌরসভা ছেড়ে অন্যত্র বসবাস করতে হবে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এক পর্যায়ে বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। খুলনা জেলা পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ জিয়াউর রহমান জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।
পাইকগাছায় ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার পাইকগাছায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রভাষক ময়নুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল