-
- সারাদেশে
- জৈন্তাপুরে আমেরিকা প্রবাসী আব্দুল গফফার চৌধুরীর অর্থায়নে স্কুল শিশুদের রাইড উদ্ভোধন
- আপডেট সময় July, 30, 2019, 4:17 pm
- 164 বার পড়া হয়েছে
এম,এম,রুহেল জৈন্তাপুরঃ
জৈন্তাপুরে আমেরিকা প্রবাসী আব্দুল গফাফার চৌধুরীর খসরু এর অর্থায়নে পাকড়ি সরকারী প্রথমিক বিদ্যালয়ে শিশুদের বিভিন্ন রাইড এর উদ্ভোধন আজ মঙ্গল বার সকাল ১১ টায় করা হয়।জৈন্তাপুর উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তাদের আর্থিক অবদান ।এরই ধারাবাহিকতায় শৈশবের স্মৃতি বিজড়িত পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সোনামণিদের জন্য মা জননীর নামে উৎর্গ করে দিলেন মূল্যবান রাইড খেলনা সামগ্রী।এতে শুভ উদ্ভোধন অনুষ্টানে উপস্হিত ছিলেন জৈন্তাতাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,সাবেক ২ বারের নির্বাচিত জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন,দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার,যুব নেতা কুতুব উদ্দীন,আমেরিকা প্রবাসী ফারুক আলী,কৃষি অফিসার সিরাজুল ইসলাম,বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাকলী শর্মা প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর