March 24, 2025, 4:08 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

রাজশাহীতে গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সাথে সিআরপি’র মতবিনিময়

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীতে গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সাথে পক্ষাঘাতগ্রস্তদের পুর্ণবাসন কেন্দ্রের (সিআরপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২৯শে জুলাই ২০১৯ ইং  সোমবার  রাজশাহী প্রেসক্লাবে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সিআরপি রাজশাহী অঞ্চলের সহকারি প্রকল্প কর্মকর্তা লুবনা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রাজশাহীর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রাজশাহীর কনসালটেন্ট ডা. মো. মিজানুর রহমান।সভায় বক্তারা বলেন, সিআরপি প্রতিবন্ধীদের নিয়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করে থাকে। সিআরপি প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। পাশাপাশি সিআরপি প্রতিবন্ধীদের অধিকার আদায়ে কাজ করে। তারা আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রতিবন্ধী সহায়ক। শেখ হাসিনা চান প্রতিবন্ধীরা যেন সমাজের বোঝা না হয়। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি দেশের উন্নয়নে যেন কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রতিবন্ধীদের কেউ যেন অবহেলা করতে না পারে এজন্য নিরলস কাজ করছে বর্তমান সরকার। এছাড়া প্রতিবন্ধীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানান বক্তারা। তারা বলেন, প্রতিবন্ধীদের জন্য বর্তমানে অনেক সুযোগ সুবিধা আছে যা আমাদের অনেকেরই অজানা। যা প্রতিবন্ধীদের উন্নয়নের সার্থে এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে সকলের জানা জরুরি।সভার সভাপতি মিডিয়াকর্মীদের মাধ্যমে সমাজের সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটির আয়োজন করে, রাজশাহী মহানগর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাতগ্রস্তদের পুর্ণবাসন কেন্দ্র (সিআরপি)। সহযোগিতায় ছিলেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিএফআইডি।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর