March 24, 2025, 3:10 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য

হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্য

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রাণঘাতী রোগ হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে নেপাল, ভুটান ও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম দেশ হিসেবে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে এনেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিয়েছে।

তাদের এই ঘোষণার অর্থ পাঁচ বছরের কম বসয়ী শিশুদের মধ্যে এই রোগের হার এক শতাংশের নিচে নেমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, “চাইল্ডহুড ইম্যুনাইজেশন-এর মাধ্যমে সব জায়গায়, সব সময় প্রতিটি শিশুর কাছে জীবন রক্ষাকারী হেপাটাইটিস বি ভ্যাকসিন পৌঁছানোর দৃঢ় সংকল্পের কারণে এই অর্জন সম্ভব হয়েছে।

“এই সফলতা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দেশগুলোর অঙ্গীকার এবং শিশুদের কল্যাণে স্বাস্থ্যকর্মী ও কমিউনিটির অক্লান্ত প্রচেষ্টার স্বীকৃতি।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশে জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের জীবনের প্রথম বছরেই তিন ডোজে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়। এর মধ্যে আটটি দেশে আবার হেপাইটাইটিস বি ভ্যাকসিনের বার্থ ডোজ দেওয়া হয়, যাতে মা থেকে সন্তানের মধ্যে এই রোগ সঞ্চারিত না হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অঞ্চলের অপর দেশগুলো হল- ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর ও উত্তর কোরিয়া।

অঞ্চলভুক্ত দেশগুলোতে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে একটি সমীক্ষা চালিয়ে বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ডকে এই রোগ নিয়ন্ত্রণে সফল দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ প্যানেল। তাদের সুপারিশের ভিত্তিতেই এই ঘোষণা এলো।

গত কয়েক বছর ধরে এই দেশগুলোতে নবজাতকদের মধ্যে হেপাটাইটিস বি টিকা দেওয়ার হার ৯০ শতাংশের বেশি এবং শিশুদের হেপাইটাইটিস বি আক্রান্তের হার ১ শতাংশের কম বলে সমীক্ষায় বেরিয়ে এসেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর