November 13, 2025, 1:56 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

আলফাডাঙ্গায় এক নারী নির্যাতনের শিকার

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদিজা বেগম(৪০) নামে এক নারী জুলুম অত্যাচারসহ নির্যাতন শিকারের অভিযোগ ওঠেছে।উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম মহল্লার বাসিন্দা।একই মহল্লার বাসিন্দা মৃত মান্নান মোল্যার ছেলে আয়ুবউদ্দিন। আয়ুব ওই নারীর সম্পর্কে ভাসুর।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ওই নারী বাড়ীতে আইয়ুব ও তার সঙ্গ-বঙ্গ দল নিয়ে বাড়ীর বেড়া ভাংচুর করে।খাদিজা সাংবাদিকদের জানান, আমার স্বামী বিগত সাত বছর পূর্বে মারা যায়।স্বামীর মৃত্যুর দেড় বছর পর থেকে আইয়ুব জমিজমা আত্মসাৎ করায় লিপ্ত হয়।বিভিন্ন কারণে অকারণে আমার সাথে বিবাদ সৃষ্টি করে।আমাদের এজমালি একটা পুকুর আছে।পুকুরটি আমরা রান্নার কাজে ও গোসল করার কাজে ব্যবহার করি।আমি আয়ুবকে নিষেধ করা স্বত্তেও সেই পুকুরে পাট জাগ দেয়। কিন্তু রাতে কে বা কাহারা ওই পাট জাগ চুরি করে নেয়। এটা আমার জানা নাই।আমাকে সন্দেহবশতঃ আমার বাড়িতে এসে বেড়াতে পিটিয়ে ভাংচুরসহ আমার মেয়ে ও আমার উপর লাঠিসোটা দিয়ে আমাদেরকে আয়ুর ও তার ছেলে আশিকুর রহমান মারধর করে।এ ব্যাপারে আয়ুব মোল্যা মারামারি অস্বীকার করে।তবে বেড়া পেটানোর কথা শিকার করে।তবে রাতের অন্ধকারে আমার পাট জাগ ওই নারী লোক মারফত চুরি করেছে বলে সাংবাদিকদের কাছে জানান তিনি।থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি ।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর