March 21, 2025, 6:15 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

আলফাডাঙ্গায় এক নারী নির্যাতনের শিকার

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় খাদিজা বেগম(৪০) নামে এক নারী জুলুম অত্যাচারসহ নির্যাতন শিকারের অভিযোগ ওঠেছে।উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম মহল্লার বাসিন্দা।একই মহল্লার বাসিন্দা মৃত মান্নান মোল্যার ছেলে আয়ুবউদ্দিন। আয়ুব ওই নারীর সম্পর্কে ভাসুর।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ওই নারী বাড়ীতে আইয়ুব ও তার সঙ্গ-বঙ্গ দল নিয়ে বাড়ীর বেড়া ভাংচুর করে।খাদিজা সাংবাদিকদের জানান, আমার স্বামী বিগত সাত বছর পূর্বে মারা যায়।স্বামীর মৃত্যুর দেড় বছর পর থেকে আইয়ুব জমিজমা আত্মসাৎ করায় লিপ্ত হয়।বিভিন্ন কারণে অকারণে আমার সাথে বিবাদ সৃষ্টি করে।আমাদের এজমালি একটা পুকুর আছে।পুকুরটি আমরা রান্নার কাজে ও গোসল করার কাজে ব্যবহার করি।আমি আয়ুবকে নিষেধ করা স্বত্তেও সেই পুকুরে পাট জাগ দেয়। কিন্তু রাতে কে বা কাহারা ওই পাট জাগ চুরি করে নেয়। এটা আমার জানা নাই।আমাকে সন্দেহবশতঃ আমার বাড়িতে এসে বেড়াতে পিটিয়ে ভাংচুরসহ আমার মেয়ে ও আমার উপর লাঠিসোটা দিয়ে আমাদেরকে আয়ুর ও তার ছেলে আশিকুর রহমান মারধর করে।এ ব্যাপারে আয়ুব মোল্যা মারামারি অস্বীকার করে।তবে বেড়া পেটানোর কথা শিকার করে।তবে রাতের অন্ধকারে আমার পাট জাগ ওই নারী লোক মারফত চুরি করেছে বলে সাংবাদিকদের কাছে জানান তিনি।থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি ।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর