March 21, 2025, 6:42 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

বান্দরবানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের এককালীন অনুদানের চেক বিতরণ

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯জুলাই  সোমবার সকালে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টনমুহুরীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও প্রতিবন্ধী নারী পুরুষরা।এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের সকলকেই আল্লাহপাক সৃষ্টি করেছেন। এর মধ্যে একেক জনকে একেকভাবে সৃস্টি করেছেন। এর মধ্যে অনেকে সুস্থ ও অনেকে প্রতিবন্ধী হয়। তিনি বলেন, প্রতিবন্ধী বা স্বাভাবিক যাই হোকনা কেন, তাদের সকলের প্রতি যত্মশীল হতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ ছেলে মেয়েদেরমত লেখাপড়া ও সকল কাজে এগিয়ে যাচ্ছে। এসময় তিনি অন্য সকল শিশুদেরমত প্রতিবন্ধী শিশুদের প্রতিও বিশেষ নজর রাখার আহবান জানান।আজ বান্দরবান জেলার মোট ৩০জন প্রতিবন্ধীদের প্রত্যেককে ৫হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর