রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল গত ২৭ জুলাই ২০১৯ ইং শনিবার ৮.০৫ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন মোহনপুর এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮) পিতা- মৃত: আক্কাস আলী, সাং- মোহনপুর, থানা- বাগমারা, জেলা- রাজশাহী এর হেফাজত হইতে উদ্ধারকৃত সাদা পলিথিনের মধ্যে ৪ (চার) টি এয়ার টাইট নীল রংয়ের জিপার লক পলিপ্যাকে রক্ষিত সর্বমোট (১) ২০০+২০০+২০০+১৬০= ৭৬০ (সাতশত ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট (২) ৪০০/- টাকা (৩) একটি মোবাইল (৪) একটি সীম সহ আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদ্রক দ্রব্য ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র্যাব-৫ এর এক কর্মকর্তা জানান, মাদক বিরোধী অভিযানে আমরা গোপনে ও প্রকাশ্যে আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। ইতিমধ্যেই র্যাব-৫ মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি অনুসরন করেছে। মাদক নির্মূলে সর্বোত্তক চেষ্টা করে যাচ্ছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৫)। আমরা মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭৬০ পিচ ইয়াবাসহ এই মাদক ব্যাবসায়ীকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন মোহনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে, মাদকের ব্যাপারে কোন প্রকার ছাড় নেই।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০১৯/ইকবাল