-
- সারাদেশে
- এই ডিজিটাল যুগে ছেলেধরা গুজবে কেন আমরা কান দেব-ডিআইজি কামরুল আহসান
- আপডেট সময় July, 28, 2019, 6:40 pm
- 202 বার পড়া হয়েছে
কামাল হোসেন , তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছেলেধরা গুজব থেকে সাবধানে থাকুন আইন নিজেরহাতে তুলে না নিয়ে পুলিশের

সহযোগীতা নিন। ছেলেধরা সন্দেহে অনেক নিরীহ লোকজন হত্যাকান্ডসহ হতাহতের স্বীকার হয়েছেন। দেশে এখন আইনের শাসন প্রতিষ্টিত হয়েছে। মাদক ও জঙ্গী নির্মূলে এগিয়ে আসুন, অত্যান্ত দুঃখের সহিত বলতে হচ্ছে।একবিংশ শতাব্দীতে এসেও আমরা ভ্রান্তি ও বিত্তিহীন তথ্যের বিত্তিতে গুজবে কান দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এর থেকে রেহাই পাচ্ছেনা মানষিক ভারসাম্যহীনরাও, যা আমরা সভ্য জগতের মানুষ হিসেবে কল্পনাও করতে পারিনা। এখনকার যুগে এই বিশ্বটা যখন আমাদের হাতের মুঠোয়। তাহলে কেন আমরা ছেলেধরা গুজবে কান দিয়ে কোন কুছু না বোঝেই মানুষ হত্যা করব। উপরোক্ত কথাগুলি গতকাল রোববার দুপুরে তাহিরপুর থানা পুলিশ কতৃক আয়োজিত থানা প্রাঙ্গনে ছেলেধরা গুজব, মাদক, জঙ্গী বিরোধী, সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউিনিটি পুলিশিং সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট রেঞ্জের উপ মহা পুলিশ পুলিশ পরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বিপিএম (বার) বলেছেন। সুনামগঞ্জ জেলাপুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও থানার এসআই আমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ¯’ানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি। অনুষ্টানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন, ডিআইজি স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার, গৌতম দেব, তাহিরপুর সার্কেলের সহকারীপুলিশ সুপার মো. বাবুল আখতার, জেলা বিশেষ শাখার ডিআইও (২) আব্দুল লতিফ তদরফাদার, ওসি ডিবি গোলাম মোক্তাদির, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান, খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুস সোবহান আখঞ্জী, ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, থানা মসজিদের খতিব মৌলানা ইমাম হোসেন, গীতা পাঠ করেন থানার এএসআই রেখা রাণী সিংহ।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর