আব্দুল কাদের,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালত ২ জনের জরিমানা ও ২ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। ঘোড়াঘাট উপজেলা নিসর্বাহী ম্যাজিষ্ট্রট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম গতকাল শনিবার বেলা ১টায় উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় ঘোষনা করেন।ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘোড়াঘাট থানার সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম-১,সাব-ইন্সপেক্টর মোজাফফর হোসেন ও উপ-সহকারী সাব-ইন্সপেক্টর আতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ শনিবার বেলা ১১টায় ঘোড়াঘাট পৌরসভার গাইবান্ধার পলাশবাড়ী মোড়ে ডাঃ আলমগীর হোসেননের ওষুধের দোকানে এক অভিযান চালিয়ে প্যান্টাডল নামক নেশা জাতীয় নিষিদ্ধ ওষুধ সেবন করার সময় ঘোড়াঘাট পৌরসভার নয়াপাড়া এলাকার মৃত, রফিকুল ইসলামের পুত্র একাব্বর আলী(কাঠ মিস্ত্রি)(৩০),জমিলাপুর এলাকার হায়দারআলীর পুত্র আঃ জোব্বার (ব্যবসায়ী)(৩২) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ গ্রামের মৃত, মোহাম্মাদ আলীর পুত্র ডাঃ আলমগীর হোসেন(৫৮) সহ ৩ জনকে গ্রেফতার করে।অপর দিকে পুলিশ একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলার কানাগাড়ী বাজার থেকে হরিপাড়া গ্রামের মোঃ নওশাদ আলীর পুত্র আঃ রাজ্জাককে (ভ্যান চালক)(২২) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী ম্যাজিষেট্রট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নিকট উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা পরিষদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আলমগীর হোসেনের ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনা শ্র“ম কারাদন্ড এবং আঃ জোব্বার ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে একাব্বর আলীর ৩ মাস এবং আঃ রাজ্জাককে ২০দিনের কারাদন্ডের আদেশ দেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল