-
- সারাদেশে
- তামাবিল স্থল বন্দর দিয়ে পাথর আমদানী বন্দ
- আপডেট সময় July, 28, 2019, 1:36 pm
- 166 বার পড়া হয়েছে
এম,এম,রুহেল জৈন্তাপুরঃ
চট্টগ্রামের পাথর ব্যবসায়ীদের থাবায় সিলেটের পাথর ব্যবসায়ীরা ধ্বংসের মূখে।
স্খানীয় ব্যবসায়ী সূত্রে জানায়ায়- গত ২৬ জুলাই হতে সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে সকল প্রকার পাথর আমদানী বন্দ রয়েছে৷ কারন অনুসন্ধানে জানাযায়, কিছু সংখ্যাক ব্যবসায়ী চট্টগ্রাম ও সিলোটে উভয় এলাকায় পাথর ব্যবসা পরিচালনা করছেন৷ সম্প্রতি তাদের অামদামী করা এবং পাথরের মজুদ সিলেট ও চট্টগ্রামে বেশি হওয়ায় কৌশল অবলম্বন করে উচ্চ মূল্য ও অধিক মুনাফা অর্জনের জন্য কৌশলে তামাবিল স্থল বন্দরের পাথর আদমানী বন্দ করেছেন৷এদিকে তামাবিলের প্রভাবশালী চক্রটি চট্টগ্রামের ব্যবসায় জড়িত থাকায় সহজে সিলেটের পাথর ব্যবসা কেন্দ্র ভোলাগঞ্জ, জাফলং এবং তামাবিল স্থলবন্দরের পাথর ব্যবসাগ্রাস করে ফেলেছে৷ এই চক্রটি চায় সিলেটের পাথর ব্যবসা ধ্বংস করেতে তামাবিল বন্দরের ব্যবসায়ীদের কয়েকটি গ্রুপে ভাগ করে ধন্দ সৃষ্টি করে তামাবিল বন্দর দিয়ে পাথর বাবসা স্থায়ী বন্দ করতে চায়৷ যার ফলে প্রাথমিক ভাবে কোন প্রকার কারন ছাড়া হঠাৎ করে পাথর আমদানী বন্দ করে দেয় তারা৷ এদিকে পাথর আমদানী বন্দ করায় সাধারন পাথর বাবসায়ীরা জানায় মূলত চট্টগ্রাম বন্দরের ও তামাবিলের কিছু সংখ্যাক ব্যবসায়ীরা তাদের মুনাফার জন্য অামাদের পেটে লাথি দিচ্ছে এবং এই বন্দরে পাথর আমদানীতে স্থায়ী বন্দের পদক্ষেপ গ্রহন করছে৷ আমরা তাদের জিম্মী দশা হতে মুক্তি চাই৷অপরদিকে ভারত সরকারের কাষ্টম বিভাগ সাথে যোগাযোগ করলে পাথর রপ্তানীতে ভারতের কোন সমস্যা নেই, বাংলাদেশ ব্যবসায়ীরা হঠাৎ করে পাথর আমদানী বন্দ করেছে বলে কাষ্টম জানান৷ এবিয়ে জানতে ভোলাগঞ্জ ষ্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি আব্দুন নুর জানান- বিদেশী আমদানীকৃত পাথর আনার ফলে আমাদের দেশের মুদ্রা বাহিরে চলে যাচ্ছে ফলে আমাদের পাথর সমৃদ্ধ এলাকা সিলেট ধ্বংসের মুখে পড়বে৷ এবিষয়ে জানেত ডিসি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান- এবিষয়ে আমাদের কিছু জানা নেই৷ আমরা বিশেষ কোন ইনফরমেশন থাকলে আমরা অভিযান করি৷ কি বারনে পাথর আসছে না আমি সটিক বলতে পারব না৷ এবিষয়টি কাষ্টম কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানেন৷ তাদের আভ্যন্তরিন কিছু হলে আমাদের দেখার কিছু নেই৷এবিষয়ে কাষ্টম সুপার আলমগীর প্রধান বলেন- পাথর গতকাল হতে আসছে না এটা সিএন্ডএফ এজেন্ট ও পাথর আমদানী কারকের মধ্যে কিংবা ভারতের সাথে কোন প্রকার স্যমস্যা থাকলে এটি তাদের বিষয়৷ আমরা সরকারী সেবা দিতে প্রস্তুন রয়েছি৷ পাথর আমদানী আমাদের কোন সমস্যা নেই৷এবিষয়ে জানতে তামাবিল পোর্ট ইনচার্জ জানান- পোর্টের কোন সমস্যা নেই৷ হয়ত তাদের অভ্যন্তরিন কোন সমস্যার করনে পাথর আমদানি বন্দ করা হয়েছে৷
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর