March 21, 2025, 6:51 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

তামাবিল স্থল বন্দর দিয়ে পাথর আমদানী বন্দ

এম,এম,রুহেল জৈন্তাপুরঃ
চট্টগ্রামের পাথর ব্যবসায়ীদের থাবায় সিলেটের পাথর ব্যবসায়ীরা ধ্বংসের মূখে।
স্খানীয় ব্যবসায়ী সূত্রে জানায়ায়- গত ২৬ জুলাই হতে সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে সকল প্রকার পাথর আমদানী বন্দ রয়েছে৷ কারন অনুসন্ধানে জানাযায়, কিছু সংখ্যাক ব্যবসায়ী চট্টগ্রাম ও সিলোটে উভয় এলাকায় পাথর ব্যবসা পরিচালনা করছেন৷ সম্প্রতি তাদের অামদামী করা এবং পাথরের মজুদ সিলেট ও চট্টগ্রামে বেশি হওয়ায় কৌশল অবলম্বন করে উচ্চ মূল্য ও অধিক মুনাফা অর্জনের জন্য কৌশলে তামাবিল স্থল বন্দরের পাথর আদমানী বন্দ করেছেন৷এদিকে তামাবিলের প্রভাবশালী চক্রটি চট্টগ্রামের ব্যবসায় জড়িত থাকায় সহজে সিলেটের পাথর ব্যবসা কেন্দ্র ভোলাগঞ্জ, জাফলং এবং তামাবিল স্থলবন্দরের পাথর ব্যবসাগ্রাস করে ফেলেছে৷ এই চক্রটি চায় সিলেটের পাথর ব্যবসা ধ্বংস করেতে তামাবিল বন্দরের ব্যবসায়ীদের কয়েকটি গ্রুপে ভাগ করে ধন্দ সৃষ্টি করে তামাবিল বন্দর দিয়ে পাথর বাবসা স্থায়ী বন্দ করতে চায়৷ যার ফলে প্রাথমিক ভাবে কোন প্রকার কারন ছাড়া হঠাৎ করে পাথর আমদানী বন্দ করে দেয় তারা৷ এদিকে পাথর আমদানী বন্দ করায় সাধারন পাথর বাবসায়ীরা জানায় মূলত চট্টগ্রাম বন্দরের ও তামাবিলের কিছু সংখ্যাক ব্যবসায়ীরা তাদের মুনাফার জন্য অামাদের পেটে লাথি দিচ্ছে এবং এই বন্দরে পাথর আমদানীতে স্থায়ী বন্দের পদক্ষেপ গ্রহন করছে৷ আমরা তাদের জিম্মী দশা হতে মুক্তি চাই৷অপরদিকে ভারত সরকারের কাষ্টম বিভাগ সাথে যোগাযোগ করলে পাথর রপ্তানীতে ভারতের কোন সমস্যা নেই, বাংলাদেশ ব্যবসায়ীরা হঠাৎ করে পাথর আমদানী বন্দ করেছে বলে কাষ্টম জানান৷ এবিয়ে জানতে ভোলাগঞ্জ ষ্টোন ক্রাশার মালিক সমিতির সভাপতি আব্দুন নুর জানান- বিদেশী আমদানীকৃত পাথর আনার ফলে আমাদের দেশের মুদ্রা বাহিরে চলে যাচ্ছে ফলে আমাদের পাথর সমৃদ্ধ এলাকা সিলেট ধ্বংসের মুখে পড়বে৷ এবিষয়ে জানেত ডিসি গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান- এবিষয়ে আমাদের কিছু জানা নেই৷ আমরা বিশেষ কোন ইনফরমেশন থাকলে আমরা অভিযান করি৷ কি বারনে পাথর আসছে না আমি সটিক বলতে পারব না৷ এবিষয়টি কাষ্টম কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানেন৷ তাদের আভ্যন্তরিন কিছু হলে আমাদের দেখার কিছু নেই৷এবিষয়ে কাষ্টম সুপার আলমগীর প্রধান বলেন- পাথর গতকাল হতে আসছে না এটা সিএন্ডএফ এজেন্ট ও পাথর আমদানী কারকের মধ্যে কিংবা ভারতের সাথে কোন প্রকার স্যমস্যা থাকলে এটি তাদের বিষয়৷ আমরা সরকারী সেবা দিতে প্রস্তুন রয়েছি৷ পাথর আমদানী আমাদের কোন সমস্যা নেই৷এবিষয়ে জানতে তামাবিল পোর্ট ইনচার্জ জানান- পোর্টের কোন সমস্যা নেই৷ হয়ত তাদের অভ্যন্তরিন কোন সমস্যার করনে পাথর আমদানি বন্দ করা হয়েছে৷
প্রাইভেট ডিটেকটিভ/২৮ জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর