সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবেে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। আজ২৬ জুলাই শুক্রবার সকাল ১১টার সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবেে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ হিসেবে এ সময় বক্তব্য রাখেন, অতিথি ছিলেন সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পূরকায়স্ত, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু । অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো ইসমাইল হোসেন ।