রাজধানীতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে একই পরিবারের ৫ জন আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে আটকের দাবি করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষ দল। আটক ব্যক্তিরা হলেন- আহমেদ আলী (৫৭), তাঁর স্ত্রী সালমা আহমেদ (৫০), তাঁদের ছেলে জাকারিয়া (৩৫) ও কিবরিয়া (৩০) এবং তাঁদের মেয়ে আসমা ফেরদৌস দীপা (২৫)। এটিইউ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পিআর) মহিদুজ্জামানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এটিইউয়ের একটি বিশেষ দল। দীর্ঘ সময় ধরে দরজায় কড়া নাড়লেও ওই পরিবারের কেউ দরজা খোলেনি। একপর্যায়ে দরজা খুলে ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশের ওই কর্মকর্তার দাবি, আত্মরক্ষার্থে পুলিশ সে সময় গুলি চালালে সন্দেহভাজন ‘জঙ্গি’ জাকারিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মহিদুজ্জামান।