March 21, 2025, 6:02 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

মানসম্পন্ন শিক্ষা না হলে উন্নয়নের মহাসড়কে হোঁচট খাবো: পররাষ্ট্রমন্ত্রী

মানসম্পন্ন শিক্ষা না হলে উন্নয়নের মহাসড়কে হোঁচট খাবো: পররাষ্ট্রমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা না গেলে উন্নয়নের মহাসড়কে আমরা হোঁচট খাবো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। সেই উন্নয়নের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। আর দেশকে বেকারত্বের অভিশাপমুক্ত করতে শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। তাই গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে কাঙ্খিত লক্ষে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়বে। গতকাল শনিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-১ আসনের অন্তর্ভুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই মতবিনিময় সভার আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সরকার। এই সুযোগ কাজে লাগাতে সরকার প্রশিক্ষণের প্রতি জোর দিচ্ছে। তিনি বলেন, সিলেট-১ সংসদীয় আসনের আওতাধীন এলাকাসমূহের ৬০টি শিক্ষা-প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য ১৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মাহামুদ-উল-হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা প্রমুখ।

রোহিঙ্গারা স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে: রোহিঙ্গারা অনেকদিন স্থায়ী হলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন চাই। তবে আমরা যুদ্ধ চাই না। আমি আশা করি খুব শিগগিরই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে প্রত্যাবর্তন শুরু হবে। বাংলাদেশ ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারা পৃথিবীর মধ্যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন সিলেটের স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ড. মোমেন বলেন, গণমাধ্যম সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলে তা উন্নয়নের গতি বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশের অপপ্রচার ও গুজব বন্ধেও ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিডিয়া সঠিক তথ্য দিলে দেশ ও জনগণ উপকৃত হবে। তিনি আশা করেন, হিংসা-বিদ্বেষ কমাতে জোরালো ভূমিকা রাখবে মিডিয়া। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ ব্যাহত করার জন্য গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। যখন কোনো দেশ উন্নয়ন করে তাদের শত্রু সৃষ্টি হয়, নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তিনি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আশা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর