March 24, 2025, 4:13 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

গুজবে কান না দেয়ার ছাত্রছাত্রীদের পরামর্শ শিল্প প্রতিমন্ত্রীর

গুজবে কান না দেয়ার ছাত্রছাত্রীদের পরামর্শ শিল্প প্রতিমন্ত্রীর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট শেয়ার করা বা লাইক দেয়ার পূর্বে ঘটনাটির সত্যতা যাচাই করে নিতে হবে। শিল্প প্রতিমন্ত্রী গতকাল শনিবার রাজধানীর মিরপুরে মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব ছড়িয়ে গণপিটুনি ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা’ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মিরপুর মডেল থানা আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ। কামাল মজুমদার বলেন, স্বাধীনতার পর একটি চক্র অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে ব্যর্থ করার অপচেষ্টা চালিয়েছিল। তাদের অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথ ধরে এগিয়ে যাচ্ছে, তখন দেশকে পিছিয়ে দিতে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী চক্র কাজ করছে। যেকোনো মূল্যে এদের ষডযন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশের সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। তিনি ডেঙ্গু জ¦র হলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন। মনিপুর স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার খায়রুল আমিন ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর