সেরা ফার্মের গরুর দুধ ফ্রেশ মিল্ক পাউডার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ফ্রেশ মিল্ক পাউডার সংগ্রহ করা হয় বিশ্বের অন্যতম সেরা ফার্ম থেকে। ফ্রেশ মিল্ক পাউডার আসে অস্ট্রেলিয়ার মারে গোল বার্ন, নিউজিল্যান্ডের ফনটেরা ও ওপেন কান্ট্রি ডেইরি এবং আয়ারল্যান্ডের ডেইরি গোল্ডের মতো ফার্মগুলো থেকে।
খাঁটি দুধ পেতে হলে গরু খাঁটি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব সেরা ফার্মে থাকা গরুগুলোকে অত্যন্ত যত্ন সহকারে এবং প্রাকৃতিক আদর্শ পরিবেশে কোনো কৃত্রিম ওষুধ দেওয়া ছাড়াই বেড়ে ওঠার ব্যবস্থা করা হয়। এজন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের সেরা ফার্মে থাকা খাঁটি গরুর খাঁটি দুধ থেকে ফ্রেশ মিল্ক পাউডার সংগ্রহ করা হয়। খাঁটি গরুর তিনটি বিশেষ গুণ রয়েছে। গরুগুলো থাকে বিশ্ব সেরা আধুনিক ফার্মে, গরুগুলোর খাদ্য কীটনাশক মুক্ত ঘাস এবং উৎপাদন বৃদ্ধির জন্য এদের কৃত্রিমভাবে কোনো ওষুধ দেওয়া হয় না।অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের সেরা ফার্মে থাকা খাঁটি গরুর খাঁটি দুধ থেকে ফ্রেশ মিল্ক পাউডার সংগ্রহ করা হয়। এজন্য স্বাদে ও পুষ্টিগুণেও এ সকল ফার্মের মিল্ক পাউডার অনন্য। প্রেস বিজ্ঞপ্তি।