নতুন ছবিতে পিয়া
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
সমপ্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া বিপাশা। ছবির নাম ‘জিন’। এটি নির্মাণ করছেন নির্মাতা-অভিনেতা নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া নতুন এ ছবিটি প্রযোজনা করবে। এ ছবিতে আরো অভিনয় করবেন পূজা চেরি। পিয়া বিপাশা বলেন, মাঝে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। নিজের জন্য সময় বের করে ঘুরতে গিয়েছিলাম। কাজ করতে করতে হাঁপিয়ে ওঠার কারণে বিরতি নিয়েছিলাম।
তবে আবার নতুন করে কাজ শুরু করেছি। আর বিরতি নিতে চাই না। ‘জিন’ ছবিটি নির্মিত হবে একটা সত্য ঘটনার ওপর ভিত্তি করে। নতুন এ ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। কাজটি নিয়ে আমি আশাবাদী। এদিকে রোজার ঈদে কয়েকটি নাটকে কাজ করলেও কোরবানির ঈদকে ল্য করে এখন পর্যন্ত একটি মাত্র নাটকেই অভিনয় করেছেন পিয়া বিপাশা। মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় এ নাটকটির নাম ‘অপো’। এতে তার বিপরীতে আছেন বড় ও ছোট পর্দার অভিনেতা ইমন। সর্বশেষ পিয়া মডেল হয়েছেন ‘প্রাণ লাচ্ছি’র বিজ্ঞাপনে।