প্রথমবারের মত একসঙ্গে জাহিদ হাসান ও সাবা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
সোহানা সাবা প্রথমবারের মত জাহিদ হাসানের সঙ্গে কাজ করছেন। আগামি ঈদে আরটিভিতে ‘রোবট জাকির খান’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে এই দুই তারকাকে। নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন অঞ্জন আইচ। জানা যায় এরইমধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন ‘আলফা আই প্রোডাকসন’র কর্ণধার শাহরিয়ার শাকিল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন,’ গল্প এবং চরিত্র ভালোলাগলে আমি চেষ্টা করি নাটক, টেলিফিল্মে অভিনয় করার। অঞ্জন আইচের রোবট জাকির খান নাটকটির গল্প এবং আমার চরিত্র ভালোলেগেছে। আমি আমার প্রত্যেকটি নাটকেই সততার সাথে কাজ করার চেষ্টা করি। নাটক প্রচারের পর দর্শকের কাছ থেকে সাড়া ফেলে ভালোলাগে। কারণ দর্শকের জন্যইতো আসলে অভিনয় করি। সাবা এ নাটকে ভালো অভিনয় করেছে।’ সোহানা সাবা বলেন,’ গল্পটা বেশ মজার ছিলো। কোনরকম ঝামেলা ছাড়াই সাধারনভাবেই কাজটি শেষ হয়েছে। আমি আর জাহিদ ভাই সময়টা বেশ উপভোগ করেছি। আমার চরিত্রে মনোযোগ থেকেই আমি ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছি। আশাকরছি দর্শকের ভালোলাগবে।’