April 27, 2025, 7:33 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

মাদক বিরোধী অভিযান; এক নারীসহ আটক পাঁচ

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধিঃ

গত ২৫ জুলাই বৃহস্পতিবার  রাজধানীর চকবাজার ও কেরানীগঞ্জ এলাকা থেকে এক নারীসহ পাঁচমাদক কারবারিকে আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক পিএসসি,জি এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাজধানীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেবিকাল অনুমান ৪ টার দিকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ চার কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১১,২০০/- (এগারো হাজার দুইশত) টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো: শ্যামপুর থানাধীন পূর্ব জুরাইন এলাকার হেলাল খানের স্ত্রী শিল্পী বেগম(৩৩),একই থানা এলাকার ৪৯২ নং হোল্ডিংসেরমৃত: শুকুর আলির ছেলে মো. হেলাল উদ্দিন (৩৭), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন টাংগালিয়া গ্রামের মো. শহিদুলের ছেলে মো. আলম মিয়া (৩৯) এবং একই থানা এলাকার কটিপাড়ার বাসিন্দা মো. সাখাওয়াতের ছেলে মো. রাজু মিয়া।
এছাড়া একই তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে সিপিসি-৩ র‌্যাব-১০ এর কেরানীগঞ্জ কোম্পানিকমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ রমেন মজুমদার (৫০)নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। রমেন মজুমদারের পিতার নাম- মৃত: রাধাচন্দ্র মজুমদার, সাং- খেজুরবাগ হিন্দুপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা মর্মে জানা যায়। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০১৯/ইকবাল

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর