March 21, 2025, 7:24 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

টিভি নাটকে ব্যস্ত তারিন

টিভি নাটকে ব্যস্ত তারিন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একসময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা গেলেও দীর্ঘদিন ধরেই কালে-ভদ্রে অভিনয় করছেন অভিনেত্রী তারিন। কেবলমাত্র বিশেষ দিবসের বিশেষ নাটকগুলোতেই অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় আসছে ঈদের জন্য বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে তিনি আবু হায়াত মাহমুদের নির্দেশনায় ‘রূপা ভাবী’ নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। আগামি ৮ আগস্ট পর্যন্ত তারিন ব্যস্ত থাকবেন অরণ্য আনোয়ার, হিমু আকরাম, তুহিন হোসেন ও হাসান রেজাউলের পরিচালনায় চারটি ভিন্ন গল্পের নাটকের শুটিং নিয়ে। তারিনের ভাষ্যমতে প্রতিটি নাটকেরই গল্প অসাধারণ। এজন্য কষ্ট হলেও নাটকগুলোর কাজ শেষ করছেন তিনি। আগামীকাল শনিবার ঢাকার অদূরে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় ঢাকার অদূরে নবাবগঞ্জে জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নেবেন তারিন। যার গল্প তারিনের চরিত্রটিকে কেন্দ্র করেই। মূলত তারিন এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালের একটি প্রতীকী চরিত্রে অভিনয় করবেন।

এদিকে আজ এই অভিনেত্রীর জন্মদিন। কিন্তু কাজের চাপে জন্মদিনকে ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই। জন্মদিন প্রসঙ্গে তারিন বলেন, ‘সত্যি বলতে কী মানুষ নিজেকে নিয়ে এতই বেশি ব্যস্ত থাকে যে এরপরও আমার জন্মদিনটির কথা মনে রেখে আমাকে শুভেচ্ছা জানাতে বা দোয়া করতে অনেকেই ভোলেন না। চিনি না জানি না, এমন অনেকেই আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা ফেসবুকে, মোবাইলে লিখে পাঠান তাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে। সবচেয়ে বড় কথা এই যে মানুষের ভালোবাসা এর কোনো ব্যাখা হয় না। তাই আমি সবার ভালোবাসায় আবেগাপস্নুত হয়ে পড়ি। আমাদের জীবনটা খুবই ছোট। আমি অতি সাধারণ একজন মানুষ। কিন্তু তারপরও মানুষের যে ভালোবাসা পাই সেটাই জীবনের অনেক বড় প্রাপ্তি। অনেকের কথা বিশেষত জন্মদিনে এতটাই দাগ কেটে যায় যে চোখে পানি চলে আসে। সবার কাছে দোয়া চাই আলস্নাহ যেন আমার আব্বু-আম্মুকে সুস্থ রাখেন ভালো রাখেন। আমি যেন দর্শককে ভালো গল্পের নাটক উপহার দিতে পারি।’

তারিন জানান, আগামি ঈদে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। অরণ্য আনোয়ারের ‘মেউড এন রয়েল ডিস্ট্রিক্ট’ নাটকে তারিন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অভিনয় করবেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন আরফান আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর