March 24, 2025, 4:26 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

সুঠাম শরীর বিনা খরচায় যেভাবে গড়বেন

সুঠাম শরীর বিনা খরচায় যেভাবে গড়বেন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শরীর ঠিক রাখার জন্য নিয়মিত জিমে যাচ্ছেন। অথবা বাসায় জিমের ব্যবস্থা করে নিয়েছেন। দুটোতেই আপনার অর্থ খরচ হচ্ছে এবং নিয়মিত না করলে উপকারে আসে না।

খাবার নিয়ন্ত্রণ করে চিকন থাকতে যাচ্ছেন। এতে কিছু বিপদের ভয়ও রয়েছে। দেহে পুষ্টির অভাব হলে শরীর দুর্বলসহ নানা রোগ দেখা দিতে পারে। এমন পদ্ধতি অবলম্বন করুন যাতে আপনার অর্থ খরচ হবে না এবং শরীরও দুর্বল হবে না।

এবার জেনে নিন এসব পদ্ধতি

* সকালে উঠে পার্কে বা মাঠে হাঁটুন বা দৌড়ান হাঁটুর অবস্থা বুঝে ২০ থেকে ৪০ মিনিট সপ্তাহে পাঁচ থেকে ছয়দিন বা অন্তত তিনদিন বদ্ধঘরে হাঁটার চেয়ে ঘাস ও মাটির ওপর হাঁটা শতগুণে ভালো।? হাঁটুর ক্ষতি কম হয়, সকালে দূষণ কম থাকে বলে ফুসফুসের আরাম হয়,? ভোরের রোদ গায়ে লাগলে ভিটামিন-ডি শরীর, হাড়, পেশি, মনমেজাজ সবই ভালো থাকে। ব্যথা-বেদনা কম হয়? হাঁটতে ভালো না লাগলে সাইকেল চালান বা সাঁতার কাটুন-

* কাছাকাছি দূরত্বে যেতে হলে হেঁটে বা সাইকেল চালিয়ে যান।

* একটানা বসে না থেকে মাঝেমধ্যে উঠে দাঁড়ান, একটু হাঁটুন। দিনভর সচল থাকার চেষ্টা করুন।

* হাঁটু, কোমর হাঁটলে ঠিক থাকে; স্কিপিং করতে পারেন, এ ছাড়া করতে পারেন বার্পিস, রক ক্লাইম্বিং, জাম্পিং জ্যাকজাতীয় কার্ডিও ব্যায়াম এতে সারা শরীরের ব্যায়াম হয়, চর্বি ও ওজন যেমন কমে, পেশিও মজবুত হয়।?

* সপ্তাহে তিন থেকে চারদিন বা শরীরে কুলালে পাঁচ থেকে ছয়দিন ২০ থেকে ৪০ মিনিট ওজন নিয়ে ব্যায়াম করুন, যেমন- স্কোয়াট, লেগ এক্সটেনশন বা আয়রন স্যু এক্সারসাইজ, লেগ কার্ল, বারবেল বা ডাম্বেল ওয়েট লিফটিং, বেঞ্চপ্রেস ইত্যাদি।?

* কীভাবে কোন ব্যায়াম করবেন বা আদৌ করবেন কি না, কতবার করে করবেন, ওজন তুলবেন নাকি বডি ওয়েট ট্রেনিং করবেন, কতটা ওজন তুলবেন, শরীরের প্রতিটি অংশের ব্যায়াম আলাদা করে করবেন না একদিন শরীরের উপরের অংশ ও একদিন নিচের অংশের ট্রেনিং করবেন, সেসব ভালো করে জেনেবুঝে নিন নাহলে কিন্তু চোট লাগবে।

* মূল ব্যায়ামের পর ১০ থেকে ১৫ মিনিট যোগ ও ব্রিদিং এক্সারসাইজ করুন, ইচ্ছে হলে বিকেলেও করতে পারেন শরীরের নমনীয়তা বাড়বে, মনমেজাজ ভালো থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর