March 24, 2025, 4:06 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

বোয়ালমারীতে বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার শেখ হাসিনার প্রচেষ্টায় হোমিওপ্যাথিক চিকিৎসা আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত-ডা. দিলীপ রায়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ২৬ ও ২৭ জুলাই দুই দিনব্যাপী ‘বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথিক সেমিনার’ শুরু হয়েছে। ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে শুক্রবার (২৬.০৭.১৯) সকালে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে ‘সুপারফিসিয়াল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ভার্সেস রিয়েল হোমিওপ্যাথিক ট্রিটমেট’ বিষয়ক সেমিনারে যোগদান করেন ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ। বোয়ালমারী পৌর শহরে অবস্থিত ডাঃ দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ প্রণয় কান্তি লস্করের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা এখন আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। বিশ্বের বহু দেশ এদেশের বিজ্ঞান ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসার অনুকরণ করছে।সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ও চিকিৎসা বিজ্ঞানী ডাঃ শ্যামল কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, হোমিওপ্যাথিক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. এ.জি. খান, কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অঞ্জলি রায়, ম্যাক্সফেয়ারের এসিস্টেন্ট ম্যানেজার ডা. মো. সামচুজ্জোহা আলম, বোর্ড সদস্য ডা. এস.এম মিল্লাত হোসেন, ডা. মো. ইস্রাফিল হোসেন, ডা. মো. কায়েস উদ্দিন, ডা. শেখ ইফতেখার উদ্দিন প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর