লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গনে কেড়ে নিল বেলগাছা ইউনিয়নের
৫শতাধিক পরিবারের আশ্রয়স্থল । ভয়াবহ বন্যায় বাড়িঘর বন্যায় ভেসে নেওয়া সহ নদী ভাঙ্গনের স্বীকার হয়ে ক্ষান্ত হয়নি যমুনা। এবার অসহায় হত দরিদ্র পরিবারের শেষ আশ্রয়স্থল চর মন্নিয়া আয়শ্রন কেন্দ্রটিও নদীর গর্ভে পুরোপুরি বিলীন হওয়ার পথে।এতে প্রায় দুইশতাধিক পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করলেও শেষ রক্ষা হলোনা অসহায় ওই পরিবার গুলোর। গত তিনদিন থেকে যমুনা নদীর ভাঙ্গনের স্বীকার হয়ে আশ্রয়ন কেন্দ্রটি বিলীন হতে চলেছে।জানাগেছে,২০১৭সালে ভুমিহীন পরিবারের জন্য নির্মিত হয়েছিল আশ্রয়ন কেন্দ্র আদর্শ গ্রামটি। এতে প্রায় দুই শতাধিক ভুমিহীন পরিবার সরকারী ভাবে মাথাগুজার ঠাই হয়েছিল। এবারে অতি বন্যা ও তীব্র ¯্রােতে আদর্শ গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পরে দুই শতাধিক পরিবারের আশ্রয়স্থল নদীর গর্ভে বিলীন হওয়ায় মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে এবারের ভয়াবহ বন্যায় নদী ভাঙ্গনের স্বীকার হয়ে সিন্দুরতলী ও শিলদহ গ্রামের দুই শতাধিক পরিবারের বসত ভিটাসহ যাবতীয় মালামাল চলতি বন্যায় যমুনার তীব্র স্রোতে ভেসে গেছে। গত সপ্তাহে রাতের আঁধারে হঠাৎ বন্যার তীব্র ¯্রােতে ভয়াবহ তান্ডব হওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন ওই চরের দুই শতাধিক বাসিন্দা। বর্তমানে ওই পরিবার গুলো প্রজাপতি নির্মাণাধীন একটি গুচ্ছ গ্রামের উঁচু ভিটিতে খোলা আকাশের নিচে আশ্রয় নিলেও স্মরণ কালের ভয়াবহ বন্যায় শীলদহের মতোই মন্নিয়া,বরুল গ্রামের দেড় শতাধিক বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে অসহায় পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল