মনিরামপুর উপজেলা থানা পুলিশের অভিযানে ১শ’পীচ ইয়াবা ট্যাবলেটসহ আবু সাঈদ(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।গত ২২/৭/১৯ তারিখ রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার রাকিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার কামালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।আটক আবু সাঈদ শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের বজলুর রহমানের ছেলে। এএসআই মোশাররফ হোসেন জানান, ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মৃত আব্দুল কা৪*দেরের ছেলে জয়নাল হোসেন (৫০) পালিয়ে গেলেও আবু সাঈদ ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়।