মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে গত ২৫ জুলাই দশমৌজা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কে লাঞ্চিত ও প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কর্তৃক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হওয়ায় প্রধান শিক্ষক কে বরখাস্ত করা হয়েছে।
ঘটনার বিবরনে প্রকাশ, পীরগঞ্জ উপজেলার ১১ নং পাছঁগাছি ইউনিয়নের দশমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার দ্বীর্ঘদিন যাবত ছাত্র ছাত্রীদের নিকট হইতে জেডেসি পরীক্ষা বাবদ ফি ৭ শত টাকা পযর্ন্ত ফি আদায় করেন। এ ছাড়াও বিদ্যালয়ের ত্রৈ-মাষিক, সান্মাষিক ও বাষিক পরীক্ষার ও অতিরিক্ত হারে ফি আদায় করেন। উল্লেখ্য দশমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিপূর্বে বি এস সি শিক্ষকের পদ শুন্য ঘোষনা করে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অই স্কুলে সহকারী শিক্ষক (ইংরাজি) সাদিয়া সারমিন কে নিয়োগ প্রদান করেন। সাদিয়া সারমিন অই স্কুলের যোগদানের পর তার এমপিও ভুিক্তর ব্যাপারে প্রধান শিক্ষক তাহার সঙ্গে বিভিন্ন সময় অ-সৌজন্য মূলক আচরন করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এ বিষয় প্রধান শিক্ষকের নিকট ছাত্র ছাত্রীদের পক্ষে কথা বলার কারনে প্রধান শিক্ষক উক্ত শিক্ষিকা কে অস্বালিন ভাষায় গালি গালাজ করা সহ অফিস কক্ষের ভিতরের দরজা আটকিয়ে লাঞ্চিত করেন। এরই প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বেলা ২ ঘটিকায় উপজেলা প্রশাসন চত্বরে মানববন্ধন সহ উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন এবং উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন এর নিকট স্বারক লিপি প্রদান করেন। উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন এবং উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন ছাত্র ছাত্রীদের এ ব্যাপারে প্রধন শিক্ষকের বিরোদ্ধে প্রয়জনী ব্যাবস্তা গ্রহনের আশ্বাস প্রদান করে ছাত্র ছাত্রীদের বাড়ীতে পাঠিয়ে দেন, তাক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন আব্দুস ছাত্তার মিয়া কে সাময়িক বরখাস্ত করে অই বিদ্যালয়ের সহকারী প্রধন শিক্ষক এ ওয়াই তৈমুর রহমান কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অর্পন করেন।
পীরগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একজন নিহত
মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে গত ২৫ জুলাই সকাল ১০ ঘটিকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে একটি মেয়ের মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং ইউনিয়নের পানবাড়ী গ্রামে । নিহত আকলিমা খাতুন (১৭) পানবাড়ী গ্রামের আকমাল মিয়ার কন্যা বলে জানাযায় । এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাযায়, অই দিন আকলিমা খাতুন বৈদ্যতিক মেজিক চুলায় পরিবারের জন্য রান্না করছিলেন । রান্নার এক পর্যায়ে বৈদ্যতিক চুলার সংযোগে সর্টসার্কিটের সৃষ্টি হওয়ায় চুলায় বসা রান্নার পাত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে আকলিমা মৃত্যু বরণ করেন। আখলিমার অকাল মৃত্যুতে অত্রালাকায় শোকের ছায়া নেমে এনেমেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল