মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে গত ২৫ জুলাই সকাল ১০ ঘটিকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে একটি মেয়ের মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং ইউনিয়নের পানবাড়ী গ্রামে । নিহত আকলিমা খাতুন (১৭) পানবাড়ী গ্রামের আকমাল মিয়ার কন্যা বলে জানাযায় ।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানাযায়, অই দিন আকলিমা খাতুন বৈদ্যতিক মেজিক চুলায় পরিবারের জন্য রান্না করছিলেন । রান্নার এক পর্যায়ে বৈদ্যতিক চুলার সংযোগে সর্টসার্কিটের সৃষ্টি হওয়ায় চুলায় বসা রান্নার পাত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে আকলিমা মৃত্যু বরণ করেন। আখলিমার অকাল মৃত্যুতে অত্রালাকায় শোকের ছায়া নেমে এনেমেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল