এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা)প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাচাকে হারিয়ে ভাইপো ইউপি সদস্য নির্বাচিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচিত ভাইপো চম্পক কুমার বিশ্বাস (মোরগ) ৪৯২ ও চাচা বিদ্যুৎ কুমার বিশ্বাস (ফুটবল) ৪৬৭ ভোট পেয়েছে। ২৫ ভোটের ব্যবধানে ভাইপো চম্পক নির্বাচিত হয়েছে। মোট ১ হাজার ১৬৫ ভোটারের মধ্যে ৯৬৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে রিটার্ণিং অফিসার মোঃ কামাল উদ্দীন ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মীর নূরে আলম সিদ্দিকী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, থানার ওসি এমদাদুল হক শেখ সহ অর্ধশতাধিক আইনশৃংখলা বাহিনী মোতায়েন ছিল। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য দীপক মন্ডলের মৃত্যুতে ১৯ মে এ পদটি শূন্য হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল