ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি
অভিভাবকদের ভুলের কারনে শিশুদের স্বাস্থ্য যাতে ঝুকিতে না পড়ে সে ব্যাপারে সকলতে সচেতন থাকার আহবান জানান মেয়র আলহাজ্ব জি, কে গউছ। তিনি গতকাল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ আহবান জানান। হবিগঞ্জ পৌরসভা শনিবার সকালে টাউন মডেল বালক সরকারী প্রাথিমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধীন অনুষ্ঠানে মেয়র বলেন একসময় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অভিভাবকদের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল। বর্তমানে এ সকল বিভ্রান্তি আর নেই। ৬ মাস হতে ৫ বছরের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে স্বতঃস্ফুর্তভাবে হবিগঞ্জ পৌরসভার ৩৯ টি কেন্দ্রে আসার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান। তিনি বলেন শিশুরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে। তাই শিশুরা যাতে সুস্থ দেহ ও মন নিয়ে বেড়ে উঠতে পারে সেদিকে আমাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তিনি দায়িত্বশীল সকলের আন্তরিকতায় সরকারের ক্যাম্পেইন সফল ও স্বার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মেয়র বলেন ভিটামিন এ ক্যাপসুল গ্রহনে দৃষ্টি শক্তিজনিত সমস্যসহ অন্যান্য সমস্যা হতে শিশুদের মুক্ত করা যায়। তিনি বলেন আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে শিশুদের জন্য যে ঔষধ নির্বাচন করে তা অত্যন্ত মানসম্পন্ন। তাই সকলকে ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী শিশুদের জন্য এ ঔষধ গ্রহন করা অপরিহার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর অর্পনা পাল, টাউন মডেল বালক সরকারী প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মিয়া ও হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস প্রমূখ। পরে শিশুর মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ।