October 10, 2024, 10:33 pm

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

ব্রহ্মপুত্রের পানিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, বন্যায় নিহত ১০

ব্রহ্মপুত্রের পানিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, বন্যায় নিহত ১০

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের জনজীবন। এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আসাম রাজ্য। রাজ্যের ব্রহ্মপুত্র নদের পানি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে সেখানে ছয়জন নিহত হয়েছেন। পানিবন্দি হয়ে পড়েছে আট লাখের বেশি মানুষ। রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২১টি বর্তমানে বন্যাকবলিত। এসব জেলার সাতশও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে মানুষজন। আসামের বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো- লখিমপুর, ধেমাজি, বিশ্বনাথ, সেনাতপুর, ডারনিং, বরপেটা, চিরাং, নলবাড়ি, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, মোরিগাঁও ও হোজাই। রাজ্যের অন্যতম প্রধান নদ ব্রহ্মপুত্রের পানি ক্রমাগত বেড়েই চলেছে। গুয়াহাটি অঞ্চলে গত কয়েকদিন ধরেই এ নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আসামের যোগাযোগ ব্যবস্থা। ফলে রাজ্যটির বহু জায়গায় পর্যটকরা আটকে পড়েছেন। এ ছাড়া বন্যার পানিতে কাজিরাঙ্গা অভয়ারণ্য প্লাবিত হওয়ায় সেখান থেকে পালাতে শুরু করেছে বন্যপ্রাণীরা। এদিকে আসামের বাইরে অরুণাচল, মিজোরামসহ উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া কার্যালয় থেকে জানানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর