October 10, 2024, 10:28 pm

সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪)

সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ : জেনারেল

সুদানে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ : জেনারেল

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

সুদানের ক্ষমতাসীন সামরিক পরিষদ দেশটিতে একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আর এ ঘটনায় জড়িত থাকায় ১২ জন কর্মকর্তা ও চার সৈন্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে শীর্ষ এক জেনারেল এমন ঘোষণা দেন। খবর এএফপি’র। সুদানে ব্যাপক গণ আন্দোলনের প্রেক্ষাপটে সামরিক হস্তক্ষেপে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যূত হওয়ার পর সৃষ্ট চরম রাজনৈতিক সংকটের অবসানে গত সপ্তাহে ক্ষমতাসীন সামরিক পরিষদ ও বেসামরিক আন্দোলনকারীরা রাজনৈতিক সংকট সমাধানে সম্মত হওয়ার পর এমন ঘোষণা আসলো।  টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা এক বিবৃতিতে ক্ষমতাসীন সামরিক পরিষদের জেনারেল জামাল ওমর বলেন, ‘সেনা এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তা ও সৈন্যরা সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন। এদের মধ্যে কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন।’ তিনি বলেন, ‘নিয়মিত সামরিক বাহিনীর সদস্যরা এ অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিতে সক্ষম হন। তবে কখন এ প্রচেষ্টা চালানো হয়েছিল তিনি সে ব্যাপারে কিছু বলেননি।

Share Button

     এ জাতীয় আরো খবর