June 12, 2025, 6:44 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

দেহের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মেও বাঁচল শিশু!

দেহের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মেও বাঁচল শিশু!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

আমাদের সবার হৃৎপিণ্ড থাকে বুকের খাঁচার ভেতর।কিন্তু ইংল্যান্ডের  লিস্টারে জন্ম নেওয়া শিশু ভেনালপ হোপ উইল্কিনসের হৃৎপিণ্ড ছিল দেহের বাইরে উন্মুক্ত অবস্থায়।

লিস্টারের গ্লেনফিল্ড হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পর শিশুটি এখন দিব্যি বেঁচে আছে।

হাসপাতালে তিন সপ্তাহ আগে সিজার করে জন্ম হয় ওই কন্যা শিশুটির। তার বুকের কোনও হাড় ছিল না। বাইরে থাকা হৃৎপিণ্ডটিকে সঠিক স্থানে প্রতিস্থাপন করতে চিকিৎসকরা তিনবার অস্ত্রোপচার করেন।

‘একটোপিয়া কর্ডিস’ নামক জটিল ও বিরল জন্মগত সমস্যা নিয়ে জন্মেছিল উইল্কিনস। জন্ম নেওয়া লাখ লাখ শিশুর মধ্যে খুব কম ক্ষেত্রেই এ রোগ দেখা যায়।

আর যুক্তরাজ্যে এ সমস্যা নিয়ে জন্মানো কোনও শিশুর বেঁচে যাওয়ার এমন আর কোনও ঘটনা আছে কিনা- তাও জানা নেই বলে জানিয়েছে গ্লেনফিল্ড হাসপাতাল।

মায়ের গর্ভে থাকার সময়ই শিশুটির হৃৎপিণ্ড বুকের খাঁচার বাইরে বেড়ে উঠেছে। উইল্কিনসের মা তার শিশুকন্যার জটিল এ সমস্যার কথা তার গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময়ই জেনেছিলেন। ফলে মৃত্যুর আশঙ্কা নিয়েই সন্তান জন্ম দেন তিনি।

জন্মের পর ৫০ মিনিটের মধ্যেই চিকিৎসকরা শিশুটির প্রথম অস্ত্রোপচার করেন। এরপর আরও দুটি অস্ত্রোপচার করে তাকে নতুন জীবন দিতে সক্ষম হন চিকিৎসকরা।

যুক্তরাজ্যের মত এমন আরও কয়েকটি ঘটনা এর আগে ঘটেছে যুক্তরাষ্ট্রে।

এর মধ্যে ২০১২ সালের অক্টেবরে হিউস্টন শহরে জন্ম নেয়া শিশু ‘অডরিনা’র ঘটনাটিও একইরকম। শরীরের বাইরে উন্মুক্ত হৃৎপিণ্ড নিয়েও শিশুটি দিব্যি বেঁচে যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর