ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ইরানের কেরমান প্রদেশের হোজাদক নগরীতে গতকাল বুধবার সকালে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৫৫ জন আহত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে আইআরআইবি টিভি একথা জানিয়েছে। ভূমিকম্পটির প্রাণকেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে ৩০ দশমিক ৮৩৭২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৫৭ দশমিক ২৭৩১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। খবর সিনহুয়া’র। গত মঙ্গলবার হোজাদক শহরে ৬ দশমিক ২ মাত্রার অপর একটি ভূমিকম্পে ১৮ জন আহত হয়। ২৪ ঘন্টার কম সময়ের মধ্যে দুটি ভূমিকম্প আঘাত হানায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রচ- ঠান্ডার মধ্যে স্থানীয়রা বাড়ির বাইরে রাত কাটায়। প্রাকৃতিক এই দুর্যোগে আশপাশের কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। ভূমিকম্পে ওই অঞ্চলের কয়েকটি ভবনের ক্ষতি হয়।